পশ্চিম মেদিনীপুর :- রবিবার পিংলার জলচকে দিদিকে বলো কর্মসূচি করে তৃণমূল সাংসদ মানস ভুইঁয়া জানান , সোমবার রাজ্যের ৩ টি বিধানসভার উপনির্বাচনে সবকটিতেই জয়ী হবে তৃণমূল |। কারন মুখ্যমন্ত্রী কাজ করেছেন । ওই তিনটে এলকাতেও রাজ্য সরকার উন্নয়নের প্রচুর কাজ করেছেন । তাই জয়ের বিষয়ে তিনি পুরোপুরি আশাবাদী বলে জানান। পাশাপাশি তিনি এও বলেন যে , বাংলায় কোনো এনআরসি করতে দেওয়া হবে না , বাংলাকে আসাম করতে দেবে না তৃণমূল । কর্মীদের উদ্দেশ্যে জানান , মানুষের কাছে যান । তাঁদের অভাব অভিযোগ শুনে তা সমাধানের ব্যবস্থা করুন । বুথ এলাকার প্রতিটি মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলুন ।
পিংলার জলচকে দিদিকে বলো কর্মসূচিতে তৃণমূল সাংসদ মানস ভুইঁয়া
রবিবার,২৪/১১/২০১৯
640