ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী ইডেন


শনিবার,২৩/১১/২০১৯
650

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ পুর্ব নির্ধারিত সুচী মেনেই ইডেনে শুক্রবার শুরু হল প্রথম দিন রাতের টেস্ট। সন্ধ্যা নামার সাথে সাথে সাথে গোলাপি আলোয় ভেসে গেল চারিপাশ, মায়াবী রুপ নিল ক্রিকেটের নন্দন কানন। মহাযজ্ঞের আয়োজক সৌরভ গঙ্গোপাধ্যায় এর আমন্ত্রনে শহরে এসেছিলেন ক্রিড়াজগতের নানান অতিথি ব্যাক্তিবর্গ। শুক্রবার সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল সিএবি। বাংলাদেশের গায়িকা রুনা লায়লা এদিন সঙ্গীত পরিবেশন করেন, সাথে সাথে মনোমুগ্ধকর পরিবেশে গ্যালারী জুড়ে ভেসে আসছে দর্শকদের আওয়াজ। এক অসধারন সন্ধ্যার সাক্ষী থাকতে এদিন ইডেনে উপস্থিত হয়েছিলেন বহু ক্রিকেটপ্রেমী।

 

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ক্রিকেটাররা গোলাপি বলে ইডেনে দিনরাতের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য পূর্ণ কৃতিত্ব দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এছাড়া এদিন রুপো জয়ী সিন্ধু শুক্রবার হাজির ছিলেন ইডেনে ভারতের প্রথম গোলাপি বলে দিনরাতের টেস্ট দেখতে। অনেকেই বলছে মহারাজের ‘জাদু’তে ইডেনে উৎসবের আমেজ । ভারত ও বাংলাদেশ যেন মিলে গেল ক্রিকেটের নন্দন কাননে! ঐতিহাসিক টেস্ট দেখতে এদিন ইডেনে উপস্থিত হয়েছিলেন সৌরভের সতীর্থরা।

 

শচীন থেকে শুরু করে রাহুল দ্রাবিড় , লক্ষন তাদের স্মৃতিচারণায় এদিন বহুবার ঊঠে এল সৌরভ গঙ্গোপাধ্যায় এর নাম। ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দুরন্ত কিপিং করেন ঋদ্ধিমান। উইকেটের পিছনে দাঁড়িয়ে শাদমান ও মাহমুদুল্লাহর ক্যাচ ধরেন তিনি। ভারতীয় পেসারদের দাপটে প্রথম দিনেই ধরাশায়ী বাংলাদেশ। ইশান শর্মা এদিন ভারতীয় দলের হয়ে মোট ৫টি উইকেট সংগ্রহ করেন। পাশাপাশি উমেশ যাদব ৩টি ও সামি ২টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় টেস্টেও ভারতীয় পেসারদের দাপট অব্যাহত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট