জম্মু-কাশ্মীরের জম্মু জেলার নাগরোটা একটি পিছিয়ে পড়া পাহাড়ি অঞ্চল । আশপাশে মড়, নংগোলা,ডংসাল সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকায় পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন এবং তাদের শিক্ষিত করে তুলতে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে জম্মু ভারত সেবাশ্রম সংঘ। সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এলাকার ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হলো। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাংসদেরর উপস্থিতিতে ওই সব গ্রামের ছেলে মেয়েদের শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সংঘের জম্মু শাখার প্রধান স্বামী সত্যামিত্রা নন্দ মহারাজ বলেন, ইতিমধ্যেই পাহাড়ি অঞ্চলের মানুষদের ছেলেমেয়েদের স্বল্পমূল্যে শিক্ষা দেওয়া হয় সংঘের পক্ষ থেকে ।এবার ওই অঞ্চলের প্রায় 15 হাজার মানুষকে শীতবস্ত্র প্রদান করা হলো । তিনি বলেন ,জম্মুর পিছিয়ে পড়া গ্রামগুলির উন্নয়নে লাগাতার কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সংঘ।
জম্মু ও কাশ্মীরে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে শীত বস্ত্র প্রদান পড়ুয়াদের মধ্যে
শনিবার,২৩/১১/২০১৯
511