গোলাপি টেস্ট দেখতে ক্রিকেট প্রেমীদের সমাগম ইডেন জুড়ে


শনিবার,২৩/১১/২০১৯
669

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ গোলাপি জ্বরে কাঁপছে শহর। শুক্রবার সকাল থেকেই ইডেন চত্বর জুড়ে ক্রিকেট জগতের নক্ষত্রের আনাগোনা, কপিল দেব থেকে শুরু করে আজহার উদ্দিন, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড় , ভিভি এস লক্ষন সহ আরও অনেকে। গোলাপি টেস্টের উন্মাদনা এই প্রথম প্রত্যাক্ষ করল শহর কলকাতা। এদিন ইডেনে এসে নস্টালজিক হয়ে পড়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। এদিন তিনি জানান এই শহরে এলে অদ্ভুত অনুভূতি হয়। তিনি আরও জানান সৌরভ গাঙ্গুলি দারুন একটা উদ্যেগ নিয়েছে।

 

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় জানান প্রত্যেক ক্রিকেটার চায় গ্যালারি ভর্তি দর্শকের সামনে খেলতে।এর আলাদা মজা রয়েছে। ইডেনের সাথে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে প্রাক্তন তারকা ক্রিকেটারদের এদিনও সেকথা জানালেন তাঁরা । ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ভিভিএস লক্ষ্ণণও। তাঁর কথায়, ‘ভারতে প্রচুর ক্রিকেট গ্রাউন্ড রয়েছে। কিন্তু ইডেন হচ্ছে বাকি সব মাঠের থেকে আলাদা। এদিন ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার অনিল কুম্বলে জানান , ‘এমন একটা অভিনব উদ্যোগ গ্রহণের জন্য সৌরভকে ধন্যবাদ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট