শুক্রবার ইডেনে উপস্থিত ছিলেন সানিয়া ও পিভি সিন্ধু


শনিবার,২৩/১১/২০১৯
731

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ শুক্রবার ইডেনে উপস্থিত ছিলেন ভারতীয় খেলাধূলার জগতের তিন মহিলা নক্ষত্র– মেরি কম, পিভি সিন্ধু ও সানিয়া মির্জা। সিএবি পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় ঐতিহাসিক ইডেনে হাজির ছিলেন ভারতীয় টেনিসের গ্লামারার্স গাল সানিয়া মির্জা। গোলাপি রঙ্ এর জ্যাকেট পরে এদিন তিনি মাঠে এসেছিলেন। তিনি জানান সংবর্ধনার জন্য সৌরভ গাঙ্গুলি তাকে আমন্ত্রন জানিয়েছিলেন। ভারতের মাটিতে এই প্রথম গোলাপি বলে টেস্ট হচ্ছে, এমন পরিবেশে এসে দারুন লাগছে। কলকাতাবাসীদের ক্রিকেটপ্রেমের অনেক কথাই শুনেছি। আজ প্রত্যক্ষ করে আমি মুগ্ধ।’নিজে টেনিস তারকা হওয়া সত্বেও ক্রিকেট দেখতে তিনি খুবই ভালোবাসেন। অন্যদিকে এদিন সন্ধ্যায় ক্রিকেটের নন্দন কাননে দেখা গেল আরও এক জনপ্রিয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকে। ইডেনের বুকে ঐতিহাসিক টেস্ট দেখতে এদিন তিনিও হাজির ছিলেন। সিএবি তরফ থেকে তাকেও এদিন সংবর্ধনা দেওয়া হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট