ইডেন টেস্টের প্রথম দিনেই ভারতীয় পেসারদের দাপটে কোনঠাসা বাংলাদেশ


শুক্রবার,২২/১১/২০১৯
733

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ আজ শুক্রবার ইডেনে মুখোমুখি হয়েছে ভারত বনাম বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক। শুরুতেই ভারতীয় পেসারদের দাপটে একের পর এক উইকেট হারিয়ে চাপে পরে যায় সফরকারী দল। ভারতীয় বোলারদের মধ্যে ইশান্ত শর্মা ৫টি, উমেশ যাদব ৩টি,ও মহম্মদ সামি ২টি উইকেট নেন। ভারতীয় বোলারদের দাপটে বাংলাদেশ দলের হয়ে সেভাবে কেউ রুখে দাঁড়াতে পারেনি।

এদিন ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেন ভারতীয় দলের অন্যতম সেরা পেসার ইশান্ত শর্মা। শুক্রবার দিনের শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে বড় রানের লক্ষ্যে পৌঁছাতে ব্যার্থ হয় সফরকারী দল। বাংলাদেশের হয়ে শাদমান ইসলাম ২৯ রান করেন,এছাড়া লিটন দাস ২৪ ও নায়িম হাসান ১৯ রান করেন। মহম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম এদিন খাতাই খুলতে পারেননি। শেষ পর্যন্ত ভারতীয় পেসারদের দাপটে ১০৬ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট