কলকাতাঃ পিঙ্ক বলে ঐতিহাসিক টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিল বাংলাদেশ দল। গ্যালারি জুড়ে দর্শকদের ভিড়। এই ঐতিহাসিক টেস্টের সাক্ষী থাকতে আজ মাঠে হাজির হয়েছেন দেশ-বিদেশ থেকে আসা নানান অতিথি। শুধু গঙ্গাপারের ক্রিকেটপ্রেমীরাই নন, হাজার হাজার পদ্মাপারের ক্রিকেটপ্রেমীদেরও আজ দেখা যাচ্ছে ক্রিকেটের নন্দন কাননে । বাংলাদেশের জার্সি গায়ে, হাতে বাজনা নিয়ে বাউলদেরও দেখা গেল আজ শহর কলকাতার ইডেনে। গোলাপি টেস্ট জ্বরে আক্রান্ত শহরবাসী। উপমহাদেশের বুকে এই প্রথম গোলাপি বলে টেস্ট দেখতে হাজির হয়েছেন বহু ক্রিকেটপ্রেমী। একটু পরেই আরও এক ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন। সুত্রের খবর ভারতীয় দল অপরিবর্তিত থেকেই আজ বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে মাঠে এসে উপস্থিত হচ্ছেন। সোনার কয়েনে টস হল এদিন। টসে জিতে ব্যটিং এর সিদ্ধান্ত নিল টাইগাররা।
টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত বাংলাদেশের
শুক্রবার,২২/১১/২০১৯
665
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---