গোলাপি টেস্টে তারকা ঝড়


শুক্রবার,২২/১১/২০১৯
1065

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ ঐতিহাসিক টেস্টে ইডেনের রঙ আজ গোলাপি। আর কিছু মুহুর্তের অপেক্ষা ,আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। আজ ইডেন জুড়ে চাঁদের হাট ,আজ ইডেনে হাজির থাকবেন  শচীন, সৌরভ, দ্রাবিড় ও কুম্বলে । এছাড়া ঐতিহাসিক টেস্ট উপলক্ষে স্টেডিয়ামে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সিএবি।

গোলাপি টেস্টের সূচনা করবেন শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা জুড়ে শুরু হয়েছে পিঙ্ক টেস্টের উন্মাদনা। আজ বেলা সাড়ে বারোটা নাগাদ সোনার কয়েনে টসের মধ্যে দিয়ে ঐতিহাসিক টেস্টের শুভ সূচনা হবে। এছাড়া গোলাপি বলে ইডেনে টেস্ট দেখতে আসছেন বিখ্যাত অভিনেত্রী রানী মুখোপাধ্যায়।  ইডেনের বুকে এই প্রথম হতে যাচ্ছে দিন-রাতের টেস্ট।আজ  ইডেনের গ্যালারি জুড়ে থাকবেন শচীন, আজহার, দ্রাবিড় ও কুম্বলে মেরিকম সহ ক্রিড়াক্ষেত্রে স্বনামধন্য ব্যাক্তিগন। ইতিমধ্যে ইডেনে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এছাড়া আজ ঐতিহাসিক ইডেনে  হাজির থাকবেন কপিল দেব ও সুনীল গাওস্কর।  সবমিলিয়ে আজ গোলাপি টেস্টে তারকা সমাবেশ ইডেন জুড়ে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট