ইডেন তৈরি ঐতিহাসিক মুহুর্তের জন্য


বৃহস্পতিবার,২১/১১/২০১৯
657

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ বেশ কয়েকদিন ধরে  দিন রাতের টেস্ট নিয়ে উন্মাদনার পারদ দেখেছে তিলোত্তমা কলকাতা । রাত পোহালেই ইডেন টেস্ট। খাতায় কলমে এখনও শীত আসেনি, তবে তাঁর আগেই ক্রিকেট জ্বরে কাবু শহর কলকাতা। ইতিমধ্যে গোলাপি আলোয় সেজে ঊঠেছে ক্রিকেটের নন্দন কানন। শুক্রবার শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। তবে এই টেস্ট ঘিরে রয়েছে আলাদা উন্মাদনা ক্রিকেট প্রেমীদের মধ্যে। উপমহাদেশের বুকে এই প্রথম বার গোলাপি বলে দিন-রাতের টেস্ট হতে চলেছে।

 

আর এই ম্যাচের সাক্ষী থাকতে টিকিটের জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছে শহর কলকাতা জুড়ে। শেষ কবে টেস্ট ক্রিকেট ঘিরে এমন উন্মাদনা দেখেছে কেউ তা অনেকেই মনে করতে পারছেন না। ঐতিহাসিক ইডেন টেস্ট দেখতে শহরে আসবেন শচীন তেন্ডুলকার।  গোলাপি বলে ভারতের প্রথম দিনরাতের টেস্ট নিয়ে ইতিমধ্যেই সেজে উঠেছে ইডেন ও গোটা কলকাতা। শহিদ মিনার এবং সিএবি সংলগ্ন বহুতলগুলি সেজে উঠেছে গোলাপি আলোয়। অর্থাৎ এখন থেকেই শুরু হয়ে গেল কাউন্ট ডাউন ঐতিহাসিক সেই মুহুর্তের জন্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট