কলকাতাঃ ধীরে ধীরে শীত থাবা বসাতে শুরু করেছে শহরতলি সহ সংলগ্ন অঞ্চলগুলিতে। বেশ কয়েকদিনে একধাক্কায় তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। ফলে কিছূটা শীতের আমেজ পেতে শুরু করেছে শহরবাসী। খাতায়কলমে এখনো শীতের দেখা না গেলেও তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। রাজ্যের বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তারও নীচে নেমে গিয়েছে। যেমন পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে মঙ্গলবার রাতে তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যায়।কলকাতাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমেছে । তাই সাত সকালে হালকা ঠান্ডার পরিবেশ শহরজুড়ে। শীতের জন্য সারাবছর হাপিত্যেশ করে বসে থাকেন অনেকেই। অবশেষে ধীরে ধীরে শীতের প্রবেশ ঘটতে শুরু করেছে বঙ্গে।
ক্রমেই শীত থাবা বসাতে শুরু করেছে বঙ্গে
বৃহস্পতিবার,২১/১১/২০১৯
711
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---