রিস্ট স্পিনাররা বাড়তি সুবিধা পাবেনঃ হরভজন সিং।


বুধবার,২০/১১/২০১৯
859

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

গোলাপি বলে এই প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ইডেনে। এছাড়া এই প্রথম টেস্ট ম্যাচে গোলাপি বলের ব্যাবহার হতে চলেছে। ফলে এই গোলাপি বল নিয়ে বিস্তর আলোচনা চলছে ক্রিকেট মহলে। হরভজন সিং মনে করেন গোলাপি বলে রিস্ট স্পিনাররা বেশি সুবিধা পাবেন।এছাড়া তিনি আরো বলেন গোলাপি বলে সিম কালো হবে, সেক্ষেত্রে রিস্ট স্পিনারদের বল রিড করতে ব্যাটসম্যানরা সমস্যায় পড়বে। তবে এসজি গোলাপি বল যে স্পিনারদের কাছে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে সেটাও এদিন জানিয়ে দেন হরভজন সিং। তিনি আরও জানিয়েছেন, ‘আসন্ন দিন-রাতের টেস্ট নিয়ে আরও অনেকের মতো আমিও দারুণ কৌতূহল অনুভব করছি। নিজে একজন স্পিনার হওয়ার সুবাদে আমার মনে হয়েছে ইডেনের ফ্লাডলাইটে গোলাপি বলে ফিঙ্গার স্পিনারদের তুলনায় রিস্ট স্পিনাররা বেশি কার্যকরী হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট