অনুষ্ঠিত হলো দু’দিনের দৃষ্টিহীনদের ফুটবল প্রতিযোগিতা


সোমবার,১৮/১১/২০১৯
604

Kolkata knights Round table 293 – উদ্যোগে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো দু’দিনের দৃষ্টিহীনদের ফুটবল প্রতিযোগিতা। দ্বিতীয় পূর্বাঞ্চলীয় দৃষ্টিহীন ফুটবল প্রতিযোগিতায় বাংলা ছাড়াও অংশগ্রহণ করেছিল বিহার, ওড়িশা, মেঘালয় সহ বিভিন্ন রাজ্য। এই প্রতিযোগিতায় অসামান্য দাপটের সঙ্গে ফুটবল প্রদর্শন করেন বাংলার দৃষ্টিহীন ছেলেরা। সরকারি সহযোগিতা ও পরিকাঠামো পেলে বাংলা দৃষ্টিহীন ফুটবলে দেশের মধ্যে প্রথম স্থানে থাকবে বলে জানালেন বাংলার খেলোয়াড়রা।

ভিও- সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সারা বছর ধরেই যুক্ত থাকে কোলকাতা নাইটস রাউন্ড টেবিল টু নাইন থ্রি। দৃষ্টিহীনদের মত খেলোয়াড়দের নিয়ে এ ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করে খুশি আয়োজকরা।

দৃষ্টিহীনদের এই ফুটবল প্রতিযোগিতা দেখতে ফুটবল প্রেমীদের ভিড় জমেছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাঠে। বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতার ফাইনাল পর্বে।

https://youtu.be/ig_QA2NfpV4

এই প্রতিযোগিতার ফাইনালে মেঘালয় কে হারিয়ে জয়ী হয় কলকাতা। খেলার নির্ধারিত সময়ে 1-1 গোলে অমীমাংসিত থাকে। টাইব্রেকারে মেঘালয় এক গোলে হারিয়ে জয়ী হয় কলকাতা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট