গরুর দুধ থেকে সোনা – বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্যের জেরে তোলপাড় রাজ্য রাজনীতি। দীলিপবাবুর এই মন্তব্যের পর থেকেই এই নিয়ে রাজ্যজুড়ে বিজেপি বিরোধীরা সোচ্চার হয়েছে। এবার গরুর দুধ নিয়ে ব্যাংকে লোন চাইতে হাজির বাম- কংগ্রেস কর্মীরা। সোমবার সল্টলেকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গরুর দুধ নিয়ে লোন চেয়ে বিক্ষোভ দেখায় বিধাননগর বাম-কংগ্রেসের নেতৃবৃন্দরা।
কলকাতার বিধান ভবনে বিজেপির আক্রমনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে কংগ্রেস। সেই বিক্ষোভে এদিন পিএনবি মোড় অবরোধ কর্মসূচিতে যোগ দেন সল্টলেকের নেতা- কর্মীরা। তবে বিধাননগর পুলিশের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি থাকায় পথ অবরোধ কর্মসূচি বন্ধ করে কংগ্রেস। তবে গরু নিয়ে এসে তার দুধ নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে জমা দিয়ে সোনার দুধের পরিপ্রেক্ষিতে লোনের আবেদন করেন বাম-কংগ্রেস সমর্থকরা।