প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে শহরজুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে কংগ্রেস। কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছে রাজ্যের বাম ও ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলি। কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী বলেন, বিধান ভবনে বি জে পির দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে রাজ্যের গণতান্ত্রিক এবং ধর্মনিরেপেক্ষ শক্তি নিন্দে করেছেন। আজ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে আসেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এবং প্রাক্তন বিধায়ক হাফিজ আলম সৈরানি।
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সাথে আলোচনায় নরেনবাবু বলেন এই হামলার বিরুদ্ধে সারা ভারত ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের সঙ্গে একসাথে পথে নেমে লড়াই করবে। সোমেন মিত্র বলেন মৌলবাদ যত মাথাচারা দেবে ততই এইসব ন্যাক্কারজনক ঘটনা ঘটবে। ২৫ তারিখে উপনির্বাচন শেষ হলে কংগ্রেসে এবং বামফ্রন্টের দলগুলোর প্রস্তাবিত রাস্তায় নামার কর্মূসূচি চূড়ান্ত করার আলোচনা শুরু হবে।