রাজ্যপাল এধরনের কথা বলতে পারে কিনা তা আমাদের জানা নেই। সিঙ্গুর নিয়ে রাজ্যপালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যপালের এই ধরনের বক্তব্য তার এক্তিয়ারের মধ্যে পড়ে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যের এই গুরুত্বপূর্ণ মন্ত্রী। চন্দ্রিমা ভট্টাচার্য এ দিন বলেন,আমরা দেখছি রাজ্যপাল এখানে যতখানি রাজ্যপালের কাজকর্ম করছেন তার থেকেও বেশি রাজনৈতিক নেতা হিসেবে কাজ করছেন। এটা অত্যন্ত দুঃখজনক। বাংলার মানুষ চান রাজ্যপাল তিনি তাঁর সাংবিধানিক পদমর্যাদার সম্মান রেখে কাজ করুন। রাজ্যপাল যখন যেখানে খুশি চলে যাচ্ছেন। উনাকে রাজনৈতিক প্রতিনিধি মনে হচ্ছে।
একথা শুধু আমরা বলছি না সবাই বলছেন। এরাজ্যে আগে অনেক রাজ্যপাল এসেছেন। কিন্তু এরকম আচরণ আগে কোন রাজ্যপালের কাছ থেকেই দেখেনি কেউ। অনেক নামি মানুষ রাজ্যপাল হিসেবে এখানে এসেছেন। ইতিহাস হিসাবে যাঁরা রয়েছেন। রাজনৈতিক সচেতন রাজ্য বাংলা। বাংলার মানুষ) রাজ্যপালের এ ধরনের আচরণ মোটেই পছন্দ করছেন না।