ডায়াবেটিস সচেতনতায় হাঁটো বাংলা হাঁটো


বুধবার,১৩/১১/২০১৯
867

কলকাতা: ডায়াবেটিস সচেতনতায় আগামী ১৭ নভেম্বর শহরে অনুষ্ঠিত হতে চলেছে হাঁটো বাংলা হাঁটো। বুধবার জি ডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইন্সটিটিউটের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

ডায়াবেটিস সচেতনতায় প্রতিবছরের মতো এবছরও অনুষ্ঠিত হতে চলেছে হাঁটো বাংলা হাঁটো। আগামী 17 নভেম্বর এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন হাজার খানেক মানুষ। এই উপলক্ষে বুধবার কলকাতার একটি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউটের প্রধান মুসরেফা হোসেন, প্রফেসর ডাক্তার সুকুমার মুখোপাধ্যায়, ডাক্তার সিদ্ধার্থ ঘোষ সহ বিশিষ্টজনেরা।
হাঁটো বাংলা হাঁটো কর্মসূচিতে প্রতিবছরই সমাজের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। ব্যতিক্রম ঘটবে না এবারও। জানালেন আয়োজকরা।

https://youtu.be/xio57Lqdbrc

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট