তুমি যখন এসেছিলে


বুধবার,১৩/১১/২০১৯
1858

তুমি যখন এসেছিলে

তুমি যখন এসেছিলে
মন ভরে যায়
হৃদয়ের মাঝে।

দুই আঁখি মোর করে ছল ছল
তোমার মুখের দিকে চেয়ে রই
ভরে যাই প্রান,
হয়ে যায় নিরব
ডাকি ও গো নিরবতা বলে।
তুমি যখন এসেছিলে,
ভুলিবো না এমনে।
কেন তুমি চলে গেলে?
কাঁদি কখনো এ মনে মনে ;
হৃদয়ের আকুতি জেগে ওঠে,
ঐ শ্রান্ত সফর দিনময়ের সৃতি।
সৃতি যেন সয়ে এ মনে
সব সাধনা আরধনা মমো
উড়তে চায়
পাখির মতো সুখে।

এসকেএইচ সৌরভ হালদার
বাংলাদেশ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট