অযোধ্যায় রাম মন্দির নির্মাণের যে ফয়সালা হয়েছে সেটাই সর্বধর্ম সমন্বয়ের নজির-রাজ্যপাল


মঙ্গলবার,১২/১১/২০১৯
1207

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের যে ফয়সালা হয়েছে সেটাই সর্বধর্ম সমন্বয়ের নজির, গুরু নানকের জন্ম দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য রাজ্যপালের

দেশের শান্তি স্থাপনের ক্ষেত্রে গুরু নানকের বাণী আজও সমান প্রাসঙ্গিক। গুরু নানকের জন্মদিনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্যের  রাজ্যপাল জাগদীপ ধনকর। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের ৫৫০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে উত্তর ২৪পরগনার বরানগর ডানলপ- এ মঙ্গলবার দুপুরে এক গুরুদুয়ারায় প্রার্থনা সভায় যোগ দিয়েছিলেন রাজ্যপাল। সেখানে তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণে যে ফয়সালা হয়েছে সেটাই সর্বধর্ম সমন্বয়ের নজির। আর সর্বধর্ম সমন্বয় গড়ে তোলার প্রচেষ্টায় ছিল গুরু নানকের মূলমন্ত্র। দেশের অগ্রগতির লক্ষ্যে গুরু নানকের চিন্তাধারা বাস্তবায়িত করা উচিত বলে রাজ্যপাল মত প্রকাশ করেন।

https://youtu.be/_-WI-REckak

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট