নিজস্ব প্রতিবেদনঃ আজ সিরিজের হাড্ডা হাড্ডি ম্যাচে মুখোমুখি হয়েছে দুইদল। আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। আজকের ম্যাচ ঘিরে উভয় দলের ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে। নাগপুরের এই স্টেডিয়ামের উইকেট চিরায়তভাবে ব্যাটসম্যানদের সহায়তা করে। ভারতের দলের হয়ে ওপেন করেন রোহিত ও শিখর ধাওয়ান । এদিন শুরুতেই ভারতের অধিনায়ককে ২ রানে ফিরিয়ে দেন শফিউল ইসলাম। এরপর শিখর ধাওয়ান ও কে এল রাহুল দলকে এগিয়ে নিয়ে যান। আজ কে এল রাহুলের ব্যাট থেকে এল মুল্যাবান ৫২ রান। শ্রেয়াস আইয়ার ঝোড়ো ইনিংসে ভর করে বড় রানের দিকে এগিয়ে যেতে থাকে ভারতীয় দল আজ স্রেয়াস আইয়ার এর ইনিংসে সাজানো ছিল ৫টি ৬ ও ৩টি ৪। পাশাপাশি তাঁর অনবদ্য ব্যাটিং আজ মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ১৭৪/৫ রানে শেষ হল ভারতের ইনিংস।
শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ১৭৪/৫ রানে শেষ হল ভারতের ইনিংস।
রবিবার,১০/১১/২০১৯
601
বাংলা এক্সপ্রেস---