বুলবুল ও হাতির হানায় মাথায় হাত ঝাড়গ্রাম জেলার চাষিদের


রবিবার,১০/১১/২০১৯
513

ঝাড়গ্রাম :- বুলবুলের প্রভাবে ঝাড়গ্রাম জেলার বেশ কিছু এলাকায় ধানের জমিতে ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। বুলবুলের ঝোড়ো বাতাস আর বৃষ্টি এই দুইয়ের ফলে পাকা ধান জমিতে লুটিয়ে পড়েছে। এই পাকা ধান জমি থেকে তুলতে গিয়েই সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। যা তুলতে গিয়ে ধান প্রায় পুরোটাই ঝড়ে পড়ার সম্ভাবনা। অথবা অঙ্কুরিত হয়ে যাওয়ার সম্ভাবনা। ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন চাষিরা।

এর সাথে মড়ার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়ে রয়েছে গজরাজ। সকাল থেকেই জঙ্গল লাগোয়া পার্শ্ববর্তী এলাকায় জমিতে নেমে পাকাধান সাবার করছে গজরাজের দল। ফলে বুলবুলি ও হাতির হামলায় মাথায় হাত চাষিদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট