রাতভর তাণ্ডব চালাল ঘুর্নিঝড় বুলবুল।


রবিবার,১০/১১/২০১৯
846

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ রাতভর তাণ্ডব চালাল ঘুর্নিঝড় বুলবুল। বুলবুলের তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। এদিন পুর্বের পুর্বাভাস মতই সাগরদ্বীপে প্রথম আছড়ে পরে ঘূর্ণিঝড় বুলবুল। এদিন রাত বাড়ার সাথে সাথে দক্ষিন ২৪ পরগনা সহ কাকদ্বীপ, বকখালি, সহ সুন্দরবন সংলগ্ন এলাকাগুলিতে রীতিমত তান্ডব চালায় ঘুর্নিঝড় বুলবুল। সুত্রের খবর রাজ্যের ঘুর্নিঝড়ে বুলবুলের বলি- ৭ । এছাড়া অনেক জায়গায় গাছ ভেঙ্গে পরায় যান চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি কোথাও কোথাও বিদ্যুতের খুটি উপরে পড়েছে। এছাড়া গোসাবা, সন্দেশখালিতে শনিবার রাতে তান্ডব চালায় ঘুর্নিঝড় বুলবুল। এছাড়া হিঙ্গলগঞ্জে কাচাবাড়ি ভেঙ্গে পড়েছে। বুলবুলের তান্ডবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকুলবর্তি জেলাগুলিতে । এছাড়া ঝড়ের দাপটে বেশ কিছু জেলায় গাছ উপরে পরেছে। এই ঝড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বকখালি ও নামখানা এলাকার বাসিন্দারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট