অযোধ্যা মামলার রায় ঘোষণার পর এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন মহম্মদ সেলিম


শনিবার,০৯/১১/২০১৯
1889

আজকে আমাদের দেশের সমাজ খন্ডিত হয়ে যাচ্ছে ধর্মের নামে আবেগের নামে। সেখানে সুপ্রিম কোর্টের রায় সাহায্য করবে সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষ যাতে সামনের দিকে তাকায়। দৈনন্দিন জীবনে মানুষের অনেক সমস্যা আছে। রুটি-রুজির সমস্যা, অর্থনৈতিক সমস্যা, স্কুল কলেজ হাসপাতাল নানান সমস্যা। সেদিকে নজর দেওয়া হয়নি। সেগুলোর দিকে কোন নজর দেয়া হয়নি। দেশের বড় বড় রাজনৈতিক দল গুলি যারা ভোট রাজনীতিতে বিশেষ ধর্মের ভোটকে নিজেদের বাক্সে টানতে চাই তারা এসব নিয়ে মাতামাতি করেছে। প্রকৃত সমস্যাকে আড়াল করতে চেয়েছে।

আমরা বামপন্থীরা প্রথম থেকেই বলে এসেছি রাজনীতি বা সরকারের আবর্ত এটা হওয়া উচিত নয়। মন্দির বা মসজিদের বিবাদ এটা আসল উদ্দেশ্য ছিল মন্দির বা মসজিদ নির্মাণ নয়, আসলে মানুষের মধ্যে যে সম্প্রীতি ঐক্য আছে আমাদের দেশের মধ্যে যে শান্তি আছে তা ভাঙ্গা। রাজনৈতিক ফায়দা তোলা। অযোধ্যা মামলার রায় ঘোষণার পর এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।

https://youtu.be/icaW5CXJyKI

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট