নিজস্ব প্রতিবেদনঃ শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুভ সুচনা হল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের। এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, পাওলি দাম, দেব, অঙ্কুশ-সোহম সহ টলিউড জগতের কলাকুশলীরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ বিশিষ্ট অতিথিগন। শুক্রবার সন্ধ্যায় কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তৈরি হল এক স্মরণীয় মুহূর্ত। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন যিশু সেনগুপ্ত এবং পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া এবছর নজর কাড়ল একই মঞ্চে সৌরভ এবং শাহরুখের উপস্থিতি।পরিচালক মহেশ ভাট, গৌতম ঘোষ, সন্দীপ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সবমিলিয়ে চাঁদের হাট বসেছিল শুক্রবার সন্ধ্যায় তিলোত্তমা কলকাতায়।
আনুষ্ঠানিকভাবে শুরু হল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারকার সমাবেশ
শনিবার,০৯/১১/২০১৯
501
বাংলা এক্সপ্রেস---