উৎসবের মরশুম শেষ। চলতি মাস থেকেই পথে নেমে আন্দোলন শুরু করে দিচ্ছে বিজেপি। আর সেই আন্দোলন থেকে রাজ্য সরকার ও শাসক তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে চাইছে গেরুয়া শিবির। ডেঙ্গু নিয়ে ১৩ নভেম্বর, কলকাতা পুরসভা ঘেরাও করবে বিজেপির যুব সংগঠন যুব মোর্চা। বিজেপি অফিসের সামনে জমায়েত। মিছিল শুরু হবে চাঁদনি তে বল্লভ ভাই প্যাটেলের মূর্তির সামনে থেকে। মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।শুক্রবার বিজেপির রাজ্য দফতরে এই কর্মসূচির কথা ঘোষণা করলেন যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার ও কেন্দ্রীয় সম্পাদক সৌরভ শিকদার। তাদের হুঁশিয়ারি, মিছিল আটকানোর চেষ্টা হলে অথবা কলকাতা পুরসভাতে ডেপুটেশন দিতে না দেওয়া হলে যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় প্রশাসনকে নিতে হবে। তবে শুধু ডেঙ্গু ইস্যু তে নয় সিইএসসি এলাকায় বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে কলকাতা জুড়ে সই সংগ্রহে নামছে বিজেপির যুব মোর্চা।
কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে সই সংগ্রহ করে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া হবে। রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকাতেও বিভিন্ন জেলায় পর্ষদের অফিসে ও বিদ্যুৎ ভবনে ডেপুটেশন দেওয়া হবে। বিজেপির অভিযোগ, পর্ষদ এলাকাতেও বিদ্যুৎ লুঠ হচ্ছে। বিদ্যুতের অতিরিক্ত বিল গ্রাহকদের ঘাড়ে চাপছে। কলকাতা পুর এলাকায় জলকর রদ করার দাবিও জানিয়েছে যুব মোর্চা।