অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স এর প্রশ্নপত্র ইংরেজি এবং হিন্দি ভাষায় হয়ে আসছে চিরাচরিত। হঠাৎ করে গুজরাটি ভাষাতেও জয়েন্ট এন্ট্রান্স এর প্রশ্নপত্র হওয়ার দিল্লির সিদ্ধান্তকে বিরোধিতা করে রাজ্যপালের দ্বারস্থ হল বাম ও কংগ্রেস। শুক্রবার বাম ও কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে দেখা করে দিল্লির এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, জয়েন্ট এন্ট্রান্স এর প্রশ্নপত্র শুধু একটিমাত্র আঞ্চলিক ভাষায় কেন হবে? কেন দেশের অন্য আঞ্চলিক ভাষা গুলিতে হবে না? কেন বাংলা ভাষায় নয়, প্রশ্ন সুজন চক্রবর্তীর।
এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি সুজন চক্রবর্তী। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে রাজ্য আগে চিঠি দিয়েছিল বলে মুখ্যমন্ত্রী যে দাবি করেছিল তা খন্ডন করে সুজন চক্রবর্তী বলেন মিথ্যা বলার প্রয়োজন কি। সুজন চক্রবর্তী এও বলেন দিল্লি কোনোভাবেই একটিমাত্র আঞ্চলিক ভাষায় জয়েন্ট এন্ট্রান্স এর প্রশ্ন করতে পারে না।