কলকাতা: কলকাতার সুপার স্পেসালিটি নীলরতন সরকার হাসপাতালে এক বেনজির ঘটনা ঘটল শুক্রবার। আচমকাই দেখা যায় এক রোগিণী হাসপাতাল চত্বরের একটি গাছের মগডালে উঠে পড়েছেন।এই কাণ্ড দেখে রীতিমতো অসহায় বোধ করে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় দলকল ও বিপর্যয় মোকাবিলা দফতরে। দ্রুত শুরু হয় উদ্ধারকার্য। নিয়ে আসা হয় ল্যাডার। নীচে পাতা হয় জাল।
বারবার দমকলকর্মীরা ওই রোগিণীকে নামতে বললেও তিনি নামছিলেন না। পাল্টা হুমকি দিতে থাকেন ওই উঁচু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন বলে। ঘটনাস্থলে ভিড় জমে যায় এই দৃশ্য দেখার জন্য।
প্রায় চল্লিশ মিনিট চেষ্টা করার পর ওই মহিলা রোগীকে গাছের মগডাল থেকে নামাতে সক্ষম হন দমকলকর্মীরা। জানা গিয়েছে, ওই রোগী মানসিক ভারসাম্যহীন। গাছ থেকে নামানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে তাঁর নির্দিষ্ট বেডে নিয়ে যান। জানা গিয়েছে চিকিৎসক ওই রোগিনীকে ইনজেকশন দেওয়ার প্রেসক্রাইব করেছিলেন। ইলেকশন নেওয়ার ভয়ে ওই রোগিনী বেড থেকে পালিয়ে যান এবং হাসপাতাল চত্বরের একটি গাছের মগডালে চড়ে বসেন।