বুলবুল অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ৯ তারিখে আছড়ে পড়ার সম্ভাবনা


শুক্রবার,০৮/১১/২০১৯
1479

বুলবুল অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ৯ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ হয়ে বাংলাদেশের খেপুপাড়ায উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা। জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। স্থলভাগে ঢোকার সময় একটু দুর্বল হলেও গতিবেগ থাকবে ১০০ থেকে ১২০ কিলোমিটার। হওয়ার গতি ১৩৫ কিলোমিটারে পৌঁছাতে পারে বলেও পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বর্তমানে কলকাতা থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বুলবুল। উত্তর পূর্ব দিকে এগোতে শুরু করেছে ধীরে ধীরে। বাংলাদেশের খেপুপাড়া ও সাগর আইল্যান্ড এর উপর দিয়ে বয়ে যাওয়ার সমাভাবনা। শুক্রবার কলকাতায় মেঘলা আকাশ ও ঝিরঝিরে বৃষ্টি থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে কাল ৯ তারিখ সকাল থেকে উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা, মেদনীপুর মূলত সুন্দরবন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কলকাতা সংলগ্ন এলাকায় 2২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে।কাল কলকাতার হাওয়ার গতিবেগ থাকবে ৫০থেকে ৬০ কিলোমিটার কখনো সেটা পৌঁছে যাবে ৭০ কিলোমিটার কাছাকাছি। জানালেনন আবহাওয়াবিদ জি কে দাস।

https://youtu.be/cX83J6R7t20

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট