নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল।


শুক্রবার,০৮/১১/২০১৯
546

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ

শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল।এই ফিল্ম ফেস্টিভ্যাল ঘিরে সিনেপ্রেমীদের প্রত্যাশা ছিল অনেকখানি। অন্যান্য বছরের মত এই বছরেও তিলোত্তমা কলকাতায় আয়োজিত হল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল।তনুশ্রীশঙ্করের পরিচালনায় ‘আনন্দ উৎসব’ শীর্ষক নৃত্যানুষ্ঠানের মাধ্যমে শুরু হল অনুষ্ঠান। এছাড়া কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, পাওলি দাম, দেব, অঙ্কুশ-সোহম সহ টলিউড জগতের কলাকুশলীরা। এছাড়া আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ বিশিষ্ট অতিথিগন।

 

এবার ২৫তম বর্ষে পদার্পন করল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দীর্ঘিদিন ধরে এই ফিল্মফেস্টভ্যাল ঘিরে আলাদা উন্মাদনা তৈরি হয়েছিল সিনেপ্রেমীদের মধ্যে।  অবশেষে প্রতীক্ষার অবসান হল আজ। একঝাক তারকার উপস্থিতিতে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হল। আজকের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন যিশু সেনগুপ্ত এবং পরমব্রত চট্টোপাধ্যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট