অতি ভয়ঙ্কর হয়ে উঠেছে বুলবুল


শুক্রবার,০৮/১১/২০১৯
816

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আজ বিকেল থেকেই ঝোড়ো হাওয়া বইতে পারে দুই ২৪ পরগনা সহ মেদিনীপুর সংলগ্ন অঞ্চলে। এছাড়া সুত্রের খবর রবিবার সকাল থেকেই আছড়ে পড়তে পারে এই ঝড়। সাথে ঝোড়ো হাওয়া তুমুল বৃষ্টি হতে পারে।বুলবুল’-এর আগমন বার্তায় তৎপরতা শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক স্তরে। ইতিমধ্যে সমুদ্র উপকুলবর্তি এলাকাগুলিতে সতর্ক কড়া হচ্ছে পর্জটক দের। এছাড়া জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়ে উঠেছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং নদীয়ায় ভারী বৃষ্টি হতে পারে। সুত্রের খবর রবিবার থেকেই হাওয়ার গতিবেগ বাড়বে। শনিবার থেকেই অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতিমধ্যে পর্জটক দের সমুদ্রে নামতে নিষেধ কড়া হয়েছে। এছাড়া মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বকখালি- ফ্রেজারগঞ্জ এলাকায় মাইকিং প্রচার চালানো হচ্ছে। এছাড়া সাগরদ্বীপ থেকে পর্জটক দের ফিরে যেতে বলা হয়েছে। পাশাপাশি দীঘায় পর্জটক দের সরিয়ে দেওয়া হচ্ছে। ধীরে ধীড়ে বুলুবুল শক্তিশালী হয়ে উঠেছে আজ থেকেই সতর্ক করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। উপকুলবর্তি এলাকা গুলিতে বাড়তি সতর্ক করা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট