সিরিজে সমতা ফেরানোই এখন একমাত্র লক্ষ্য টিম ইন্ডিয়ার।


বৃহস্পতিবার,০৭/১১/২০১৯
631

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আজ সিরিজের সমতা ফেরানোর লড়াই রোহিত ব্রিগেডের সামনে ।প্রথম ম্যাচে পরাজয়ের পর কিছুটা হলেও ব্যাকফুটে ভারতীয় দল। অন্যদিকে নয়াদিল্লীতে প্রথম ম্যাচ জয়ের পর বাড়তি আন্তবিশ্বাস ফিরে পেয়েছে সফরকারী দল। সিরিজে প্রথম ম্যাচে জয়ের পর ১-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে তাঁরা। দিল্লিতে ১-০ লিড নেওয়া বাংলাদেশ ইতিমধ্যেই সিরিজ জয়ের গন্ধ পেতে শুরু করেছে।  যে কোনও প্রকারে সিরিজে সমতা ফেরানোই এখন একমাত্র লক্ষ্য টিম ইন্ডিয়ার।আজ দ্বিতীয় টি ২০ ম্যাচে রাজকোটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম ভারত।

 

প্রথম ম্যাচ জেতার পর বাংলাদেশের ক্রিকেটারদের মনোবল তুঙ্গে। সাকিব-আল-হাসান, তামিম ইকবালদের ছাড়াই ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। স্বাভাবিক ভাবে তাঁদের প্রত্যাশা অনেকখানি এই সিরিজ জুড়ে।এছাড়া বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এখন অনেক শক্তিশালী। লিটন দাস, থেকে শুরু করে সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ দুর্দান্ত ছন্দে রয়েছে। যা অনেকটাই স্বস্তি দিচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজম্যাণ্টকে। কিন্তু আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত ব্রিগেড। সবমিলিয়ে  আরও একটা অনবদ্য ম্যাচের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট