নবমীনিশিতে জনজোয়ার চন্দনগরে


বুধবার,০৬/১১/২০১৯
572

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগর সেজে উঠেছে নয়া সাজে। নবমীর সন্ধ্যায় বহু মানুষ ভীড় জমিয়েছেন মন্ডপে মণ্ডপে। রাত যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ভিড়। কোথাও থিম আবার কোথাও সাবেকিয়ানা। এদিন সন্ধ্যায় প্রতিমা দর্শন করতে হাওড়া, কলকাতা ও দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন চন্দননগরে।চন্দননগরের আলোকসজ্জা প্রতিবারই দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ।  এবারেও অভিনব আলোকসজ্জা দেখতে হাজির হয়েছেন সাধারন মানুষ।

 

শুধু তাই নয় অভিনব চিন্তা ভাবনা সাথে থিমের চমক মন জয় করেছে অনেকের। সন্ধ্যা নামতেই নানান ধরনের রঙবেরঙের আলোয় সেজে ঊঠেছে চন্দননগর চত্বর। নবমীর সন্ধ্যায় প্রতিটি মন্ডপে এদিন ভিড় ছিল চোখে পড়ার মত। সবমিলিয়ে নবমীনিশিতে জনজোয়ার চন্দনগরে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট