Categories: রাজ্য

২০২০ সালের ১ জানুয়ারি থেকে সপ্তম বেতন কাঠামো কার্যকর হবে, ঘোষণা মমতার

২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে শিক্ষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ২০২০ সালেরর প্রথম দিন থেকে সপ্তম বেতন কাঠামো কার্যকর করা হবে। এদিন নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে ইউজিসি হারে বেতনের ঘোষণা করলেন তিনি। জানালেন, রাজ্যে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে সপ্তম বেতন কাঠামো কার্যকর হবে। ২০১৬ থেকে ২০ পযন্ত ৩% করে ইনক্রিমেন্ট দেওয়া হবে।

এছাড়া মুখ্যমন্ত্রী আরও জানান, ‘স্টেট এডেড কলেজের শিক্ষক শিক্ষিকাদের জন্য পাঁচ হাজার টাকা করে বাড়িতে দেওয়া হলো। অবসরের পর ৫ লাখ করে পাবেন। আগে তিন লক্ষ টাকা করে পাওয়া যেত। এর জন্যে রাজ্যের এক হাজার কোটি টাকা খরচ হবে।’ এই ঘোষণার পর তিনি আরও জানান, ‘আমাদের শিক্ষক সমাজ আমাদের গর্বের বিষয়। আপনাদের শিক্ষা প্রমাণ করে দিয়েছে। বাংলা থেকে এতো নোবেল পুরষ্কার আসে, সেটা আর কোন জায়গা থেকে আসে না। কাজের মধ্যে দিয়ে বিচার হোক। যারা আমাদের কাজ নিয়ে চিৎকার করছে তাদের বলছি। ৮ বছরে উচ্চ শিক্ষায় অনেক উন্নতি করা হয়েছে।’

মমতার দাবি, ‘বিরোধী দলে আমরা থাকা কালীন এমন কিছু বলতাম না, যেটা সরকার করতে পারবে না। আমাদের হাতে রিজার্ভ ব্যাংক নেই। তাই আমাদের যা ইচ্ছা তাই করতে পারি না। কেন্দ্রের কাছে আমাদের অনেক টাকা পরে আছে তারা টাকা দিচ্ছে না। আমাদের আর কেন্দ্রের বেতন কাঠামো আলাদা সেটা সবাইকে বুঝতে হবে। আগামী দিনে ফের মা মাটি মানুষের সরকার হবে। এই সরকার থাকবে, গর্বের সঙ্গে কাজ করবে। দাঙ্গা করে নয়। মানুষের সঙ্গে থেকে কাজ করবে। অনেক ব্যাংক মার্জার করে দেওয়া হয়েছে। দেশে গোপনীয়তা বলে কিছু নেই।’

মহানগর ওয়েবডেস্ক: পুজোর বোনাস তো একদিকে, এবার পুজোর পরেও কল্পতরু মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে ইউজিসি হারে বেতনের ঘোষণা করলেন তিনি। জানালেন, রাজ্যে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে সপ্তম বেতন কাঠামো কার্যকর হবে। ২০১৬ থেকে ২০ পযন্ত ৩% করে ইনক্রিমেন্ট দেওয়া হবে।

এছাড়া মুখ্যমন্ত্রী আরও জানান, ‘স্টেট এডেড কলেজের শিক্ষক শিক্ষিকাদের জন্য পাঁচ হাজার টাকা করে বাড়িতে দেওয়া হলো। অবসরের পর ৫ লাখ করে পাবেন। আগে তিন লক্ষ টাকা করে পাওয়া যেত। এর জন্যে রাজ্যের এক হাজার কোটি টাকা খরচ হবে।’ এই ঘোষণার পর তিনি আরও জানান, ‘আমাদের শিক্ষক সমাজ আমাদের গর্বের বিষয়। আপনাদের শিক্ষা প্রমাণ করে দিয়েছে। বাংলা থেকে এতো নোবেল পুরষ্কার আসে, সেটা আর কোন জায়গা থেকে আসে না। কাজের মধ্যে দিয়ে বিচার হোক। যারা আমাদের কাজ নিয়ে চিৎকার করছে তাদের বলছি। ৮ বছরে উচ্চ শিক্ষায় অনেক উন্নতি করা হয়েছে।’

মমতার দাবি, ‘বিরোধী দলে আমরা থাকা কালীন এমন কিছু বলতাম না, যেটা সরকার করতে পারবে না। আমাদের হাতে রিজার্ভ ব্যাংক নেই। তাই আমাদের যা ইচ্ছা তাই করতে পারি না। কেন্দ্রের কাছে আমাদের অনেক টাকা পরে আছে তারা টাকা দিচ্ছে না। আমাদের আর কেন্দ্রের বেতন কাঠামো আলাদা সেটা সবাইকে বুঝতে হবে। আগামী দিনে ফের মা মাটি মানুষের সরকার হবে। এই সরকার থাকবে, গর্বের সঙ্গে কাজ করবে। দাঙ্গা করে নয়। মানুষের সঙ্গে থেকে কাজ করবে। অনেক ব্যাংক মার্জার করে দেওয়া হয়েছে। দেশে গোপনীয়তা বলে কিছু নেই।’

admin

Share
Published by
admin

Recent Posts

শহরের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…

7 hours ago

৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…

7 hours ago

ডিসেম্বরে ভারতীয় পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের ২৬ হাজার কোটি টাকার লগ্নি

ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…

7 hours ago

আইএসএল: কেরালা ব্লাস্টার্সের দাপুটে জয়, মহামেডান স্পোর্টিং বিপাকে

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…

7 hours ago

৩৭তম বিষ্ণুপুর মেলা: মল্লভূমের ঐতিহ্যের উন্মোচন

বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…

8 hours ago

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…

8 hours ago