রবীন্দ্র সরোবরে জোর করে ছট পুজো প্রসঙ্গে মেয়র বললেন বাস্তবকে মেনে নিয়ে আমাদের কাজ করতে হয়: ফিরহাদ হাকিম


মঙ্গলবার,০৫/১১/২০১৯
865

যেকোনো আদালতকেই আমরা সম্মান করি। পরিবেশের প্রতি আমরা সকলেই দায়িত্বশীল। আমরা আমাদের নিজেদের পরিবার-পরিজন নিয়েই এই পৃথিবীতে বসবাস করি। সুতরাং পরিবেশ নিয়ে আমরাও যথেষ্ট ভাবিত। যারা দিল্লীতে বসে রয়েছেন তারাই শুধু ভাবছেন তেমনটা হয় না। তবে বাস্তবটাকেউ মানতে হয়, স্বীকার করে নিতে হয়। রবীন্দ্র সরোবরে গেট ভেঙে জোর করে ছট পূজার প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। মঙ্গলবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহানাগরিক বলেন, আদালতকে জোড়হাতে বলবো বাস্তবকে মেনে নিয়ে আমাদের কাজ করতে হয়। আমাদের চিন্তা নেই শুধু দিল্লীতে বসে রয়েছে শুধু তাদের চিন্তা?

https://youtu.be/VDWz6gpG3zQ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট