খড়গপুরের উপ-নির্বাচনে তৃণমূলের মনোনয়নে মানুষের ঢল, নেতৃত্ব দিলেন পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারি


সোমবার,০৪/১১/২০১৯
895

পশ্চিম মেদিনীপুর:- সোমবার দিনক্ষণ মেনেই খড়গপুরের উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার মনোনয়নে জমা দিলেন খড়গপুর মহকুমা শাসকের অফিসে। মনোনয়নে সাধারণ মানুষের ঢল বুঝিয়ে দিল এবারে লড়াইয়ের ময়দানে বিজেপিকে চাপে ফেলতে রীতিমত তৈরি তৃণমূল। লোকসভা ভোটে মেদিনীপুর আসনটি তৃণমূল পরাজিত হওয়ার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলারও বাড়তি দায়িত্ব দেন দলের তথা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারিকে। দায়িত্ব নিয়েই শুভেন্দু পাখির চোখ করেন খড়গপুরকে।

কারণ খড়গপুর থেকে জয়ী বিধায়ক দিলীপ ঘোষ সাংসদ হওয়ায় সেই আসনে উপ-নির্বাচন হবে। আর সেই আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতেই বার বার খড়গপুরে নানা অনুষ্ঠানে বা দলের কাজে ছুটেছেন মন্ত্রী শুভেন্দু। এদিনও মনোনয়নের দিন তার ব্যতিক্রম হল না। নিজেই জোড়াফুল প্রতীকের কাট-আউট হাতে নিয়েই মিছিলের নেতৃত্ব দেন। আর সবচেয়ে বড় উল্লেখ্য যে, তৃণমূলের সব স্তরের নেতারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এদিনের মিছিলে পা মেলান। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মানস ভুইঁয়া, জেলা সভাপতি অজিত মাইতি সহ জেলার বিধায়ক, ব্লক সভাপতি সহ কর্মী-সমর্থকেরা। এদিনের মিছিলের জন-জোয়ার খড়গপুর উপ-নির্বাচনে বাড়তি অক্সিজেন জোগাবে তৃণমূলকে!

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট