দিদি কে বলো কর্মসূচি,বিভিন্ন গ্রামে ঘুরলেন তৃণমূল বিধায়ক গীতারানি ভুইঁয়া


রবিবার,০৩/১১/২০১৯
1086

পশ্চিম মেদিনীপুর :- দিদি কে বলো কর্মসূচির পঞ্চম পর্যায়ে শনিবার সবং এর বিভিন্ন গ্রামে ঘুরলেন তৃণমূল বিধায়ক গীতারানি ভুইঁয়া । এদিন সবং এর চাউলকুড়ি, নেধুয়া গ্রামে বাড়ি বাড়ি ঘুরে মানুষের অভাব অভিযোগ শোনেন । বিধায়ককে কাছে পেয়ে খুশি হন গ্রামের মহিলারা। বিধায়ক তাঁদের বাড়িতে আসায় গ্রামের মানুষজন খুশি হন । কখনো একসঙ্গে ১৫ / ২০ জনকে নিয়ে , কখনো ৪/৫ জনকে নিয়ে মাটির উঠোনে মাদুর পেতে বসে পড়েন । নদী লাগোয়া এসব গ্রামের মানুষের মূল জীবিকা চাষবাস , মাদুর কাঠি সংগ্রহ , মাদুর বোনা , মাছ ধরা । অসময়ে অতি বৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। মাদুর চাষের জমিতে সঠিক জল নিকাশি না থাকায় সময়ে তুলতে না পেরে পচে যাচ্ছে মাদুর কাঠি । মাদুর চাষীরা দাম পাচ্ছেন না ।

কারো মাছ ধরার জালের অভাব । এসবই মন দিয়ে শুনলেন বিধায়ক । সঙ্গে থাকা খাতায় নোট নিলেন । তাঁদের সমস্যা সমাধানে যা যা করার তা করার আশ্বাস দিলেন । সরাসরি দিদিকে জানানোর জন্য মুখ্যমন্ত্রীর ছবি ও মোবাইল নম্বর লেখা কার্ড দিলেন । দুপুরে নেধুয়া গ্রামে গণ ভোজনে অংশ নিলেন । কোমরে শাড়ি জড়িয়ে হাতে বালতি নিয়ে বিধায়ক নিজেই খাবার পরিবেশন করলেন । এদিনের সব কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন সবং ব্লকের যুব তৃণমূল সভাপতি আবু কালাম বক্স , সবং পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট