নয়া রেকর্ডের হাতছানি রোহিতের সামনে


রবিবার,০৩/১১/২০১৯
868

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ সীমিত ওভারের ক্রিকেটে তাঁর রেকর্ড বরাবর ভাল। আজ সীমিত ওভারের ক্রিকেটে বাংলা দেশের বিরুদ্ধে মাঠে নামছে  রোহিত ব্রিগ্রেড। এছাড়া ইতিমধ্যে দুর্দান্ত ছন্দে রয়েছেন হিট ম্যান। আজ তাঁর সামনে নয়া রেকর্ডের হাত ছানি। আর মাত্রত্র ৮ রান করলেই ভারত অধিনায়ক কোহলিকে  ছাপিয়ে যাবেন  তিনি। আজ তাঁর নেতৃত্বে মাঠে নামছে ভারতীয় দল ,অত এব তাঁর কাঁধে রয়েছে গুরু দায়িত্ব।  এর আগেও তাঁর নেতৃত্বে সফল হয়েছে ভারতীয় দল। কিন্ত রেকর্ড নিয়ে মাথা ঘামাতে নারাজ হিট ম্যান রোহিত। দলকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর অন্যতম লক্ষ্যে।

 

অন্যদিকে নয়াদিল্লীর অরুন জেটলি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। তবে তাদের দলের নেই সাকিব-আল –হাসান , ও তামিম ইকবাল। স্বাভাবিক ভাবে এই দুই তারকা ক্রিকেটারের অভাব এমতাবস্থায় ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম একাদশ কেমন হয় সেটাই এখন দেখার ।

 

প্রতিবেশী দেশের বিরুদ্ধে রোহিতের রেকর্ড বরাবর ভালো। আর মাত্র ৮ রান করলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর মুকুট উঠবে রোহিতের মাথায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট