অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ


রবিবার,০৩/১১/২০১৯
822

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আর কিছু সময়ের অপেক্ষা তারপর রাজধানী দিল্লীতে মুখোমুখি হচ্ছে দুই দল। যাবতীয় বিতর্ক দূরে সরিয়ে আজ ২২ গজে নামছে ভারত ও বাংলাদেশ। বেশ কয়েক বছরে বাংলাদেশ দল জাতীয় ক্রিকেটে অনেক উন্নতি করেছে। তাদের পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। তবে ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে তাদের রেকর্ড খুব এক ভালো নয় এর আগে বিশ ওভারের ম্যাচে ভারত-বাংলাদেশ আটবার মুখোমুখি হয়েছে। প্রত্যেকবারই জিতেছে ‘টিম ইন্ডিয়া’।

 

 

উল্লেখ্যে দিল্লীতে দূষণের জেরে আজকের ম্যাচ ঘিরে নানান বিতর্ক তৈরি হয়েছিল তবে সেইসব মানতে নারাজ বাংলাদেশের অধিনায়ক। তাঁরা আজ নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। যদিও অল রাউন্ডার সাকিব – আল –হাসানের অনুপস্থিতি প্রতিবেশী দেশের কাছে এক বড় ধাক্কা। তবে যাই হোক আজ ২২ গজের লড়াইয়ে নামতে প্রস্তুত বাংলাদেশ দল।

 

 

অন্যদিকে আজ সীমিত ওভারের সিরিজে দলে নেই ভারতের বিরাট কোহলি, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আজ রোহিত শর্মার নেতৃত্বে মাঠে নামবে ভারতীয় দল। গত কয়েকদিন ধরেই দিল্লির বায়ুদূষণ নিয়ে প্রবল আলোচনা চলছে।তবে সেই সব জল্পনা উড়িয়ে দিয়ে আজ নির্ধারিত সুচী মেনেই রাজধানীতে মুখোমুখি হচ্ছে দুই দেশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট