নিজস্ব প্রতিবেদনঃ দিল্লীতে দূষণের মাত্রা বেড়েছে কয়েকদিনে।যার জেরে জেরবার দিল্লীবাসী। দু’দিন আগেই রাজধানীর একিউআই তা ছাপিয়ে ৬০০ ছুঁয়েছিল। সেই তুলনায় খানিকটা হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে। সকাল থেকেই দূষণের চাদরে ঢেকে গিয়েছে রাজধানী । এমন পরিস্থিতিতে মানুষজনকে বাড়িতে থাকারই পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। রাজধানীতে দূষণের পরিমান বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন সাধারন মানুষ।
অন্যদিকে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ম্যাচের কেন্দ্র সরিয়ে নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে অবেদনও করেছিলেন পরিবেশবিদরা। তবে শেষমেশ দিল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। দূষণের জেরে দিল্লীতে নেমে সফরকারী দলকে মাস্ক পরে অনুশীলন করতে দেখা গিয়েছে। দিল্লীতে আশপাশের রাজ্যে শস্যের বর্জ্য জ্বালানো ধোঁয়ায় ঢেকে গিয়েছে রাজধানীর আকাশ।সব মিলিয়ে দূষণের চাদরে ঢেকেছে রাজধানী।