নিজস্ব প্রতিবেদনঃ বর্ষা বিদায় নিতেই ডেঙ্গিজ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে যা নিয়ে চিন্তায় সাধারন মানুষ। ডেঙ্গি আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না শহর কলকাতা জুড়ে। দমদম, বিধাননগর, শিলিগুড়ি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।এই মুহূর্তে শহরের তিনটি বরো এলাকার ১২টি ওয়ার্ডের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিন্তিত পুরসভা।অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার প্রয়াত হয়েছেন কলকাতা পুরসভার পদস্থ আধিকারিক শান্তনু মজুমদার।স্বাভাবিক ভাবে ডেঙ্গি নিয়ে চিন্তায় সাধারন মানুষ।
বর্ষা বিদায় নিতেই ডেঙ্গিজ্বরে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
শনিবার,০২/১১/২০১৯
791
বাংলা এক্সপ্রেস---