বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ‘টিম ইন্ডিয়া’কে নেতৃত্ব দেবেন রহিত শর্মা।


শনিবার,০২/১১/২০১৯
986

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ রবিবার থেকে শুরু হচ্ছে ভারতের টি ২০ সিরিজ। দিল্লীতে কাল মুখোমুখি হচ্ছে দুই দল। দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত সাফল্য লাভের পর ভালো ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে ‘টিম ইন্ডিয়া’কে নেতৃত্ব দেবেন রহিত শর্মা। এর আগেও অনেক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই সিরিজে  বাংলাদেশের বিরুদ্ধে সাফল্য এনে দিতে পারেন কিনা সেদিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা। অন্যদিকে বাংলাদেশ দল দুর্দান্ত ছন্দে রয়েছে। রবিবার এর ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে । এক অসাধারন ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

 

 

অন্যদিকে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন ভারতীয় দলের হিট ম্যান রোহিত শর্মা। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর চোট গুরুতর নয় । মেডিকেল টিম তাঁর চোট পরীক্ষা করে জানিয়েছেন রবিবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে কোন অসুবিধা নেই রোহিত শর্মার। স্বাভাবিক ভাবে এই খবর অনেকটাই স্বস্তি দিয়েছে টিম ম্যানেজম্যন্টকে । বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মার ইনিংস মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। রবিবার দিল্লিতে মুখোমুখি হচ্ছে ভারত বনাম বাংলাদেশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট