বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চোট পেলেন রোহিত শর্মা


শনিবার,০২/১১/২০১৯
752

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ রবিবার সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম বাংলাদেশ। তাঁর আগেই আশঙ্কার মেঘ ভারতীয় দলে। এদিন অনুশীলনের সময় চোট পান ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। যা ভারতীয় শিবিরে উদ্বেগ বাড়িয়েছে অনেকখানি। অন্যদিকে বিরাট কোহলিকে টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে, এই সিরিজে অধিনায়কত্ব করতে দেখা যাবে হিটম্যান রোহিতকে ।

 

 

অত এব তাঁর কাঁধে রয়েছে গুরু দায়িত্ব। প্রাক্তন তারকা ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণ বলেছেন, ‘টি-২০ সিরিজে ভারতকে বেগ দিতে পারে বাংলাদেশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী রোহিতের চোট গুরুতর নয়। অর্থাৎ কালকের ম্যাচে স্বমহিমায় দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে। মেডিকেল টিম রোহিতের চোট পরীক্ষার পর জানিয়েছেন রোহিতের চোট তেমন গুরুতর নয়। অর্থাৎ কালকে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট