পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর কুড়াজুড়িতে পথ দুর্ঘটনায় মৃত দিদি গুরুতর আহত ভাই


বৃহস্পতিবার,৩১/১০/২০১৯
801

পশ্চিম মেদিনীপুর :- মুড়ি বিক্রি করে ফিরে আসার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দিদি। গুরুতর আহত ভাই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর কুড়াজুড়িতে। মৃতের নাম সুলেখা মন্ডল (৩৫), গুরুতির আহত ভাই এর নাম বাদল মন্ডল (৩০) বাড়ি কুড়াজুড়িতে। আহতকে স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। মৃতার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর নাগাদ মুড়ি বিক্রি করে সাইকেলে করে ফিরছিলেন নিজেদের বাড়িতে ভাইবোন। সেই সময় কুড়াজুড়িতে রাস্তা পেরোনোর সময় ঝাড়গ্রাম মেদিনীপুর রুটের গোয়ালতোড় গামী মণিকাঞ্চন নামের একটি যাত্রীবাহী বাস রাস্তা় তীব্র গতিতে এসে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনা স্থলেই মৃত্যু হয় সুলেখা মন্ডলের । অপর জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় নিয়ে যাওয়া হয়। বাসটি পলাতক কোনো হদিস নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পিড়াকাটা পুলিশ বীট হাউসের পুলিশ এসে মৃত দেহ টি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ঘটনার জেরে এলাকায় থমথমে পরিস্থিতি। যদিও রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট