এবার অনলাইনে পাওয়েল কেয়ার


বুধবার,৩০/১০/২০১৯
889

কলকাতা: সরাসরি সাধারণ মানুষের ঘরে পৌঁছাতে অন লাইন বিজনেস শুরু করল পাওয়েল কেয়ার। হোমিও প্যাথি, আয়ুর্বেদিক সহ সংস্থার বিভিন্ন প্রডাক্ট অনলাইনে বুক করলেই পৌঁছে যাবে ক্রেতার ঘরে। বুধবার কলকাতার একটি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন করে সংস্থার আগামী পরিকল্পনার কথা শোনালেন পাওয়েল কেয়র ডিভিশনের চিফ বিজনেস মেন্টর উমেশ পান্ডে, CEO কৃসমা কাপুর ও পাওয়েল গ্রুপ অফ কোম্পানিজের এমডি ডঃ সুদীপ্ত রায়। পাওয়েল গ্রুপের গ্যাস্ট্রোপ্লেক্সের মতন প্রডাক্টের পরিচিতি যথেষ্ট। সংস্থার নতুন পথ চলাও প্রত্যাশা পূরণ করবে বলে জানান সংস্থার কর্তারা।

https://youtu.be/ZYFFRiCqzd4

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট