কাশ্মীরে জঙ্গি হামলায় বাংলার পাঁচ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কেন্দ্রকে দুষলেন অরূপ রায়


বুধবার,৩০/১০/২০১৯
691

যখনই বাংলার মানুষ বিপদে পড়েছে, এ ধরনের ঘটনা ঘটেছে রাজ্য সরকার সবসময়ই আন্তরিক ভাবে তাদের পাশে থেকেছে। কাশ্মীরে জঙ্গিদের হামলায় বাংলার পাঁচ শ্রমিকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন নবান্নে রাজ্য সরকারের পক্ষ থেকে এমনটাই জানালেন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনায কেন্দ্রীয় সরকারের চরম ব্যর্থতা। যে পরিস্থিতিতে ওই পাঁচ জনকে মারা হলো এবং যাদেরকে কাজ করতে নিয়ে যাওয়া হচ্ছে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। অরূপ রায় আরও বলেন, রাজ্য সরকার ওই শ্রমিক পরিবারের পাশে রয়েছে এবং সবসময়ই পাশে থাকে। উল্লেখ্য, কাশ্মীরের আপেল বাগিচায় মুর্শিদাবাদ জেলার বহালনগর গ্রামের জনা ১৫ শ্রমিক কাজ করতে গিয়েছিলেন।

সেখানকার কুলগাম এর কটরাসু গ্রামে একটি কাঠের বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। মঙ্গলবার সন্ধ্যায় তাদের কয়েকজনকে ঘর থেকে বের করে এনে জঙ্গিরা এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান পাঁচ জন। আরো একজনকে গুরুতর অবস্থায় অনন্তনাগের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন রফিক শেখ, কামরুদ্দিন শেখ, নঈম উদ্দিন শেখ, রফিকুল আহমেদ এবং মোরসালিন শেখ। আহত শ্রমিকের নাম জহিরউদ্দিন।

https://youtu.be/jUSwnfm5Ky0

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট