দীপাবলির রোশনাইয়ে আলোকিত বাংলা।


মঙ্গলবার,২৯/১০/২০১৯
724

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আলোর উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী। শহর কলকাতা সেজে উঠেছে নয়া সাজে। সোমবার  সন্ধ্যাতেই  বারাসত-মধ্যমগ্রাম জনজোয়ারের রূপ নিয়েছিল। রাতভর বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখেন হাজার হাজার মানুষ। কলকাতার কালীপুজা বলতে উত্তর কলকাতার বারাসাত শহর সহ নারায়নপুর, কালীপার্ক , কলকাতার নামী কালীপুজোগুলি বরাবরের মতোই এবছর  নজর কেড়েছে সকলের।  তবে রাত যত গড়িয়েছে, ভিড় বেড়েছে পূজা মন্ডপগুলিতে।  আলোকমালায় সেজে উঠেছে মণ্ডপ চত্বর। সবমিলিয়ে দীপাবলির রোশনাইয়ে আলোকিত বাংলা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট