দুষ্কৃতীদের হাতে খুন হয়ে যাওয়া রাজু নিমাইয়ের দেহ নিয়ে পথ অবরোধে এলাকাবাসী


সোমবার,২৮/১০/২০১৯
710

পশ্চিম মেদিনীপুর :- দুষ্কৃতীদের হাতে খুন হয়ে যাওয়া রাজু নিমাইয়ের দেহ নিয়ে পথ অবরোধের শামিল পরিজন ও এলাকাবাসী। রবিবার ভোরের ঘটনাকে নিয়ে দিনভর দফায় দফায় উত্তেজনা ছড়ায় মেদিনীপুর শহরে। দোষীদের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের পর থেকেই চরছিল উত্তেজনার পারদ। মর্গ থেকে দেহ বের করা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা। ঘটনায় ইতিমধ্যেই মেদিনীপুর কোতোয়ালী থানা তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যতক্ষণ না সবাই ধরা পড়ছে ততক্ষণ একইভাবে পথ অবরোধ চলবে বলে দাবি এলাকাবাসীর॥

কালীপুজোর রাতে খুন মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায়। শহরের উপকন্ঠে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ধাবায় একদল যুবকের ওপর জনাকয়েক দুষ্কৃতী সোমবার ভোরে লাঠি রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীদের মারে ঘটনাস্থলে লুটিয়ে পরের রাজু নিমাই নামে এক যুবক। জানা গিয়েছে মৃত রাজু মেদিনীপুর শহরের নিমতলা এলাকার বাসিন্দা। অন্যদিকে হামলায় আশঙ্কাজনক অবস্থায় রাতেই মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় দুজনকে। এদের মধ্যে রাজকুমার নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়।

জানা গিয়েছে, দুষ্কৃতীরা মেদিনীপুর শহরের এক প্রভাবশালী ক্লাবের সদস্য। মৃতের পরিবারের দাবি, প্রতিবারের মত এবারেও কালীপুজোর রাতে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে ছিল রাজু। ঘটনার নেপথ্যে কি গ্যাংওয়ার নাকি পুরনো শত্রুতার জেরে খুন তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় জড়িত এমন কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার না করা গেলেও দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট