নিজস্ব প্রতিবেদনঃ রবিবার সন্ধ্যায় প্রতিমা দর্শন করতে মন্ডপে মন্ডপে দর্শনার্থিদের ঢল নামে। সন্ধ্যা থেকেই রাতভর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিমা দেখেন শহরাবাসী। আলোর উৎসবে মেতে উঠেছে আট থেকে আশি সকলে। প্রতিবারের মতোই কলকাতার কালীপুজো বলতে দর্শনার্থীদের কাছে উত্তর কলকাতার বারাসাত শহর। কালীপুজার রাতে জমজমাট ভীড় মন্ডপে মন্ডপে। অভিনব আলোকসজ্জা সাথে প্রতিমা দেখতে এদিন সন্ধ্যা থেকেই সাধারন মানুষ ভিড় জমান শহরতলির বিভিন্ন মন্ডপে।
সন্ধ্যা নামতেই দর্শনার্থিদের ঢল মণ্ডপে মণ্ডপে
সোমবার,২৮/১০/২০১৯
810
বাংলা এক্সপ্রেস---