ভাঙড়ের মঙ্গলপুর মাঝের পাড়ার শ্যামাপূজা


সোমবার,২৮/১০/২০১৯
607

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ দক্ষিন ২৪ পরগনা জেলার ভাঙড়ের মঙ্গলপুর মাঝেরপাড়া প্রতি বছরের ন্যায় এই বছরও শ্যামাপূজার আয়োজন করেছে। এই বছর তাদের পূজা দ্বিতীয় বর্ষে পদার্পন করল। রাস্তার দুপাশ আলোর মেলায় সেজে উঠেছিল এদিন। অভিনব আলোকসজ্জা সাথে অসাধারন প্যাণ্ডেল মন জয় করেছে দর্শনার্থিদের। মঙ্গলপুর মাঝেরপাড়া পূজা কমিটির অন্যতম সদস্য সুকান্ত সরদার জানান বেশ কয়েকদিন ধরে কমিটির সদস্যরা  অক্লান্ত পরিশ্রম করেছেন পাশাপাশি এই বছর পুজোর মণ্ডপে রঙ বাহারি আলোও দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী তাঁরা। এদিন মোমবাতি, আঁতসবাজি জ্বালিয়ে মাতৃ আরাধনায় মেতে ওঠেন এলাকাবাসী। এদিন এলাকার বহু সাধারন মানুষ মায়ের কাছে পুজো দিতে আসেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট