নিজস্ব প্রতিবেদনঃ উত্তর থেকে দক্ষিন রাজ্য জুড়ে চলছে শক্তির আরাধনা। কালীঘাট, তারাপীঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর সকাল থেকেই ভক্তদের সমাগম। আচার রীতি মেনে চলছে পুজার আয়োজন। আলোর উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী। দক্ষিনেশ্বরে মন্দিরে আজ ভবতারিণী মায়ের পুজো। পুজো উপলক্ষে মন্দিরে পূর্নাথিদের ঢল। আলোকমালায় সেজে উঠেছে গোটা দক্ষিণেশ্বর মন্দির চত্বর। দীপান্বিতা অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে।
বাংলা জুড়ে শক্তির আরাধনা
রবিবার,২৭/১০/২০১৯
914
বাংলা এক্সপ্রেস---