নিজস্ব প্রতিবেদনঃ আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। বেশ কয়েকদিন ধরে বৃষ্টির কারনে নাজেহাল হয়ে পড়েছিল সাধারন মানুষ। অবশেষে ছবিটা বদলে গেল আজ। আলোর সাজে সেজে উঠেছে বাংলা। রাজ্যজুড়ে আলোর উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী। শনিবার রাত থেকেই দর্শনার্থিদের ঢল নামে উত্তর কলকাতার বারাসাত চত্বরে। এদিন বেলা বাড়তেই পুজা প্যাণ্ডেল গুলিতে দর্শনার্থিদের ঢল নামে। পাশাপাশি আলোর সাজে সেজে উঠেছে শহর কলকাতার আনাচ কানাচ। কোথাও থিম আবার কোথাও সাবেকিয়ানা সব মিলিয়ে আলোর উৎসবে মেতে উঠেছে আট থেকে আশি ।
উৎসবের মেজাজ রাজ্যজুড়ে
রবিবার,২৭/১০/২০১৯
664
বাংলা এক্সপ্রেস---